বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে সবরকম সংগ্রাহকের সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী উৎসব "বাংলাদেশ কালেক্টরস শো ২০২১"। এটি এমন একটি আয়োজন হতে চলেছে যেখানে প্রায় সকল ধরনের সংগ্রাহক উপস্থিত হবেন তাদের ব্যতিক্রম সব চমৎকার সংগ্রহ ভান্ডার নিয়ে। তবে বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় এটিকে ভার্চুয়াল বা অনলাইন হিসেবে উপস্থাপন করা হবে।
মানুষের শখ বহু বিচিত্র ধরণের। শখ জীবনে একটি অন্যরকম মাত্রা যোগ করে, জীবনকে করে তোলে আনন্দময় এবং উপভোগ্য। শখের ই একটি ধারা হল সংগ্রহ। সারা পৃথিবীর মতো বাংলাদেশে ও রয়েছে বিভিন্ন রকম সংগ্রাহক। বিচিত্র তাদের সংগ্রহ। ডাকটিকিট, মুদ্রা, ব্যাংক নোট, দেশলাই, খবরের কাগজ, পুরনো জিনিস তথা অ্যান্টিক, ট্রান্সপোর্ট টিকিট, লটারি টিকিট, স্কাউটিং বিষয়ক বিভিন্ন জিনিস... এমনি আরও বহু রকম জিনিসের সংগ্রাহক ছড়িয়ে রয়েছে সমস্ত দেশ জুড়ে।
এর আগে দেশে জাতীয়ভাবে ডাকটিকিট প্রদর্শনী বা টুকটাক এখানে সেখানে দেশলাই, মুদ্রা কিংবা ব্যাংক নোট, অথবা পুরনো জিনিসের প্রদর্শনী হয়েছে ঠিকই। তবে সেসব প্রদর্শনী ছিল একটি বা দুটি বিষয়কে কেন্দ্র করে। কিন্তু এবার প্রথমবারের মতো একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে সবরকম সংগ্রাহক কে এক ছাদের তলায় আনার একটি উদ্যোগ নেয়া হয়েছে। যেকোনো সংগ্রাহক, তিনি যা-ই সংগ্রহ করে থাকুন, অংশগ্রহণ করতে পারবেন এ উৎসবে।
এই উৎসবটির মূল আয়োজক বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি)। বিএমসিসির সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চলেছে - ফিলাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ-(পিএসবি), চিটাগং কালেক্টরস ক্লাব (সিসিসি), খুলনা কালেক্টরস সোসাইটি (কেসিএস) এবং সিলেট কালেক্টরস সোসাইটি (এসসিএস)।
সকল ধরণের সংগ্রাহকের অংশগ্রহণে এবং বিএমসিসি ও অন্যান্য বন্ধু সংগঠনগুলোর সহযোগিতায় বাংলাদেশ একটি চমৎকার এবং ভিন্নধর্মী উৎসব পেতে চলেছে আগামী ১৫-৩০ অক্টোবর। সকলে আগ্রহভরে অপেক্ষা করছে ঐতিহাসিক উৎসব " বাংলাদেশ কালেক্টরস শো ২০২১" এর জন্য।
Raihan Sani may be dropout??
ReplyDeleteOf course not
Deleteআমার কিছু পুরোনো দিনের কালেকশন আছে, কয়েন থেকে শুরু করে নানাবিধ পুরোনো ইলেকট্রনিক সামগ্রী, তাই আমি কি অংশ গ্রহন করতে পারব।
ReplyDeleteবা পরবর্তীতে আবারও হলে কিভাবে যোগাযোগ করব।
Thank you for your interest. This time you can't but keep in touch with us. Please check our contact section to get in touch with us. Thank you.
DeleteRaihans Banknote collection link is not correct.
ReplyDeletePlease check now...
Delete