আমি মোঃ মোর্শেদুর রহমান। ডাক নাম মিলন। একজন স্কাউটার। স্কাউটের আইন, প্রতিজ্ঞা ও মটো মনে ধারণ করেই বর্তমান অবধি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। স্কাউটিং কে ভালবাসি বলেই স্কাউটিং এর সাথে সম্পৃক্ত সবকিছু সংগ্রহ করতে খুবই ভালোবাসি। স্কাউটিং এর সাথে সম্পৃক্ত ক্যাম্প ব্যাজ, পিন ব্যাজ, স্কার্ফ, ওয়াগেল, ডাকটিকেট, FDC, ম্যাচবক্স, লটারী টিকেট, স্মারক ব্যাংকনোট ও কয়েন, বাকেল, স্কাউট পোশাক, ক্যাপ, স্যুভেনিয়র, অটোগ্রাফ, মেডেল, কলম, চাবির রিং, ফোন কার্ড এবং ডকুমেন্টস আমি সংগ্রহ করে থাকি। নিজের পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় আমার সংগ্রহ সম্মৃদ্ধ হয়েছে। পেশাগত পরিচয় হল আমি একজন সিনিয়র নৃত্যশিল্পী। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এর অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছি। সব মিলিয়ে তৃপ্তি তখনই পাই নিজের পরিচয়টা একজন সংগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ পায়। |
No comments:
Post a Comment