Pretom Chakraborty / Aurum Technology Banknote

 


ভ্যালুরাম হল একটি প্রাইভেটগোল্ড ন্যানো টেকনোলজি কোম্পানি যা থ্রিডি গোল্ড ব্যাঙ্কনোট তৈরি করে। তাঁরা ২০১২ থেকে স্বর্ণ,রূপা এবং তামা সহ অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি ত্রিমাতৃক পণ্য প্রস্তুত করে আসছে। প্রতিটি Aurum® সুনির্দিষ্টভাবে স্বর্ণ/রৌপ্যপরমাণু দ্বারা একটি মুদ্রিত পলিয়েস্টার স্তরে জমা করে তৈরি করা হয়। উদ্দেশ্য ছিলো যে এমন একটি পন্য প্রস্তুত করা যা গতানগতিক ভাবে ত ব্যাবহার করা যাবেই বরং মূল্যবান ধাতুকে জনসাধারণের দপ্রতিদিনের লেনদেনের বা বিনিয়োগের মাধ্যম হিসাবেও ব্যাবহার করা যাবে।তাঁরা নিজেদের কে স্বতন্ত্র মুদ্রা মিন্ট হিসাবে উপস্থাপন করে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে তাঁদের চুক্তি অনুসারে তাঁরা স্মারক ব্যাংক নোটও বাজারে ছেড়েছে। তৈরি করছে। ভালোরামইনকর্পোরেটেড এই সম্পূর্ণ অনন্য প্রক্রিয়াটি তৈরি করেছে এবং বর্তমানে ইউরোপচীনতাইওয়ানহংকংসিঙ্গাপুরআইসল্যান্ডভারতঅস্ট্রেলিয়া এবং কানাডায় মার্কিন এবং আন্তর্জাতিক পেটেন্ট অনুমুদনের অপেক্ষায় রয়েছে। প্রতিটি নকশার মধ্যে ছাপানো এলাকাগুলি স্বর্ণকে একটি বিশুদ্ধআয়নার মতো চকচকে রেখে দেয়যা প্রুফ কয়েনের মতো চকচকে দেখা যায়। যেখানে ধাতুর পরমাণু মুদ্রিত শিল্পকর্মের উপর পড়ে যায়সেখানে ধাতু একটি হালকা এমবসড প্রভাবের জন্য ম্যাট ফিনিশ অর্জন করে। এই ধরনের বৈসাদৃশ্য কেবল এই প্রযুক্তির মাধম্যে করা সম্ভব।

এর অন্যতম নিরাপত্তা প্রযুক্তি সমূহের মধ্যে স্ফটিক স্কেল এফেক্ট এবং গিলেশ্যে (guilloche) অন্যতম। গিলেশ্যে একটি আলংকারিক কৌশল যেখানে একটি খুব সুনির্দিষ্টজটিল এবং পুনরাবৃত্তিমূলক প্যাটার্নকে যান্ত্রিকভাবে ইঞ্জিন টার্নিংয়ের মাধ্যমে খোদাই করা হয়যে মেশিন ব্যবহার করে এটি করা হয় তাকে রোজ ইঞ্জিন লেদ বলা হয়।

তাঁরা প্রথম কুক আইল্যেরন্ড সাথে প্রথম বৈধ ব্যঙ্কনোট নিয়ে আসে যেটি ছিলো প্রিন্স হ্যারি এবং মেগানের বিয়ে উপলক্ষে স্মারক নোট । এরপর তাঁরা – স্কাইলাইন সিরিজ নিয়ে আসে ২০১৭ সালে যা স্কাইলাইন ডলার নামে পরিচিতি পায়, যা বিশ্বজুড়ে বিশিষ্ট শহরগুলিকে বৈশিষ্ট্যযুক্ত করে। সেই সিরিজ এ প্রতিটি নোট গ্রাম সূক্ষ্ম রৌপ্য থেকে তৈরি এবং পরিমাপ ১৫০ × ৭০ মিমি। । সবগুলুই বিশ্বব্যাপী ৫০০০ পিস পর্যন্ত সীমিত মিন্টেজ

আমার কাছে ২০০০ সালের পরের সবচেয়ে দামী থেকে কমদামি প্রায় সব নোটই ১ পিস করে আছে। কিন্তু হয়তো সকল সাধারন সংগ্রাহকগন খুবই দামি নোটগুলুর সাথে সম্পৃক্ত হতে পারবেন না, তাই আমি এই বিষয়কে ( আল্টারনেটিভ ব্যাংক সাবস্ট্রেট ) বেঁছে নিলাম কেননা যদিও এগুলুর দাম এখনও তেমন একটা বেশি না; কিন্তু অনেকেই হয়তো এগুলু সম্পর্কে জানেন না।




GO BACK TO HOME PAGE

11 comments:

  1. Very much informative and nice collection Mr. Chakraborty. Keep it up

    ReplyDelete
    Replies
    1. Thanks. Please feel free to ask if you have any questions on anything.

      Delete
  2. Replies
    1. These are legal banknotes from Cook island.However unlike other notes they are printed to metal (Pure Silver to be apecific).

      Delete
  3. Different touch! Thank you for introducing a new subject to us.

    ReplyDelete
  4. Replies
    1. You are welcome. Please feel free to drop by for any further quarry.

      Delete
  5. Replies
    1. Anything from the top 10 most expensive commemorative notes to the top 10 most expensive banknotes currently in existence, my theme could be anything but I had to choose something that's near to the comprehension level of the exhibition visitors. I hope in a price-sensitive market like Bangladesh people will be able to relate to this as they tend to value precious metals.

      Delete
  6. Never Knew about that... janar ache onek kichu

    ReplyDelete
    Replies
    1. You are welcome. Please feel free to drop by for any further quarry

      Delete